শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ১১:৪১

পোলেন্ড বাংলাদেশ কুটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর  উদযাপন

আঁখি সীমা কাউসার পোলেন্ড থেকে
পোলেন্ড বাংলাদেশ কুটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর  উদযাপন

জমকালো অনুসঠানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং পোল্যান্ড-বাংলাদেশের ৫০ বছরের সু-সম্পর্ক বিষয়ে আলোচনা সভা অনুসঠিত হয়। ২৬ নভেম্বর শনিবার ২০২২ পোল্যান্ডে বাংলাদেশের অনারেবল কনসাল ওমর ফারুকের নেতৃত্বে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হয়।

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দেশের কন্সুলারা অংশ গ্রহণ করছেন এবং পোল্যান্ডের স্থানীয় পোল্যান্ড প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ স্থানীয় মেয়র, ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে অনারেবল কনসাল অব বাংলাদেশ জার্মানি (Dusseldorf ),সোসনোভিকের মেয়র, সিলেসিয়ার বর্ডার গার্ডের প্রধান,আঞ্চলিক সম্প্রসারণ সংস্থার সভাপতি, হিউম্যানিটাস বিশ্ববিদ্যালয়ের রেক্টর, মাননীয়। ফ্রান্স, সুইডেন, সার্বিয়া, লিথুনিয়া এবং অন্যান্য দেশের কনসাল, সাইলেশিয়ার চেম্বার অফ কমার্সের সভাপতি,গভর্নর অফিস,পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউরোপের বিভিন্ন দেশের,ব্যাবসী, সামাজিক রাজনৈতিক, সংঠনের নেতৃবৃন্দরা, সাংবাদিকরা এই অনুষ্ঠানকে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় পোলিশ বেহালাবাদক শিল্পীরা বাংলাদেশ ও পোল্যান্ডের জাতীয় সংগীতের যন্ত্র সংগীত প্রদর্শন করে। পরবর্তিতে, লন্ডন, ইতালি থেকে আগত, ব্যান্ড তারকারা ও স্থানীয় শিল্পীবৃন্দ বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিবেশন করে, উপস্থিত হল ভর্তি মেহমানদেরকে মাতিয়ে রাখেন ।

বাংলাদেশ ও পোল্যান্ডের যৌথ শিল্পীদের উপস্থাপনায় দেশের গান ও রবিন্দ্র সংগীতের নৃত্য প্রদর্শিত হয়। এই সাংস্কৃতিক পর্বের মাঝা মাঝি সময়ে সকলের জন্য মজাদার বাংলা খাবারের বুফে আয়োজন করা হয়। দেশ বিদেশের শতাধিকের বেশি মানুষ আমাদের দেশীয় ঐতিয্যবাহী খাবারের স্বাদ গ্রহন করে ভুয়সী প্রসংশা করেন।

এই ৫০ বছরের কুটনৈতিক সম্পর্কের স্মৃতিস্বরুপ পোল্যান্ডের রাস্ট্রদুত ও বাংলাদেশের অনারেবল কনসাল সকলের উপস্থিতিতে, অনুসঠানে বড় একটি কেক কেটে উভয় দেশের শান্তি, সমৃদ্ধি ও সম্পর্কের আরও উন্নয়নের আশা ব্যক্ত করেন । খুব সংক্ষেপে উপস্থিত বক্তাদের অভিমত, পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে এ,কূটনৈতিক সু-সম্পর্ক আরো জোরদার হবে এবং ১৯৭২ থেকে ২০২২ এর ন্যায় সম্পর্ক আরো দীর্ঘ বছর বজায় থাকবে । পোল্যান্ডের কনসাল ওমর ফারুক প্রতিবছর বাংলাদেশ ও পোল্যান্ডের এই সম্পর্ককে সম্পূর্ণ নিজ উদ্যোগে এভাবেই পালন করে আসছে ‌ ।

বক্তারা বলেন, নিঃসন্দেহে ওমর ফারুক শুধু বাংলাদেশকে প্রেজেন্ট করছে না সেই দেশে বসবাসরত বাংলাদেশীদের কাছে, পোল্যান্ডের জনগণের কাছে নিজের দেশকে প্রশংসিত করছে, অন্যদেরকে উৎসাহ দিচ্ছে । এই উদ্যোগ ভূয়সি প্রসংসার দাবিদার। আলোচনা সভায় বক্তারা ওমর ফারুককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভূয়সি প্রশংসা করেন, পোল্যান্ড ও বাংলাদেশের এই সম্পর্ক আরও দৃঢ় হোক এটাই সকলের একান্ত প্রত্যাশা ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়